সংসদে দাঁড়িয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি তুলতে চাই : জয়নাল আবেদীন

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

সংসদে দাঁড়িয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি তুলতে চাই : জয়নাল আবেদীন

গোয়াইনঘাট প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন- সিলেটের প্রায় ৪ লক্ষ মানুষ কোয়ারির সাথে জড়িত, কিন্তু আমাদের শ্রমিকদের কর্মসংস্থান খুলে না দিয়ে কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করবেন কোয়ারি খুলবেন না বন্ধ রাখবেন। নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে প্রথম যে কথাটি বলব সেটি হচ্ছে পাথর কোয়ারি।
তিনি আরও বলেন, জৈন্তাপুরর গ্যাস দিয়ে চট্টগ্রাম থেকে চুলা জ্বলে অথচ আমাদের বাতির নিচ অন্ধকার, আমাদের জৈন্তাপুর গোয়াইনঘাটের মানুষ গ্যাস পায়না। পাশাপাশি নির্বাচিত হলে রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়ন কে মাষ্টার প্লান করে উন্নয়নের আওতায় আনা হবে।

তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুস্তমপুর ও বিসনাকান্দি ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে এবং জামায়াত নেতা জয়নুর রশিদ ও আমিনুর রহমান জসীমের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, পেশাজীবি বিভাগের সাধারণ সম্পাদক মাষ্টার মুশাররফ হোসেন।
এতে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুল খালিক, আব্দুল হক, ডাক্তার এমাদুর রহমান এলাকার বিশিষ্ট মুরব্বি জমির উদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর