সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দাবিতে গণমিছিল

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫

সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দাবিতে গণমিছিল

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপপাশা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে ধানের ,শীষের প্রার্থী করার দাবিতে জামালগঞ্জে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মান্নানঘাট ও সেলিমগঞ্জ বাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আমাদের দুর্দিনের সাথী। আমরা যখন মামলা হামলার শিকার হয়েছি,তখন মাহবুবুর রহমান আমাদের পাশে ছিলেন। আমরা সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে ধনের শীষের প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর