ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধান আহবায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম সাহেদের পরিচালনায় সভায় আসন্ন নির্বাচন সুষ্টভাবে পরিচালনার স্বার্থে কমিটিতে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
তারা হলেন- মাহবুবুর রহমান চৌধুরী ও এনামুল হক এনাম। এসময় আহবায়ক শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।
সভায় সংবিধান প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন- মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী জানান, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের একটি সুন্দর প্লাটফর্ম উপহার দিতে ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে শীঘ্রই সদস্যপদ আহবান করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host