ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
“সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা আমাদের অঙ্গিকার” এই শ্লোগান কে সামনে রেখে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. শাকিলুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১টায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ডা. সৈয়দ নাফি মাহদী।
সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক উপ-পরিচালক ডা. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সহকারী পরিচালক সুমন, শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালাম, ডা. এনামুল হক খান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. বিষ্ণু প্রসাদ চন্দ, নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. আক্তারুজ্জামান আকন্দ, ডেন্টাল সার্জন ডা. অসীত কুমার রায়, গাইনী বিশেষজ্ঞ ডা. লিপিকা দাস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান রকি, বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগকৃত ডা. সুজিত সরকার, ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. জহর লাল শিপলু, ডা. নিলুফা ইয়াসমিন, ডা. লোপা দত্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার জন্য আমাদেরকে কাজ করার আহবান জানিয়েছেন। পাশাপাশি আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে।
যারা স্বাচিপ এর সদস্য ছিল তারা কোনক্রমেই ড্যাব এর সদস্য হতে পারবে না। সুনামগঞ্জে দীর্ঘ ১৭ বছর যাবৎ ড্যাবের কার্যক্রম ছিল না বল্লেই চলে। সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠান শেষে সদস্য ফরম সংগ্রহ করেন ডা. সুজিত সরকার, ডা. জাহাঙ্গীর আলম, ডা. অসীত কুমার রায়, ডা. নিলুফা ইয়াসমিন, ডা. সায়েম রেজা প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host