ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সিলেট সারাদেশের জেলাগুলোর মধ্যে অন্যতম একটি ধনী জেলা। যেখানে ধন সম্পদ বেশী সেখানে দুর্নীতিও কিছুটা বেশী হতে পারে। তবে আমরা যদি সৎ মানুষ নির্বাচন করতে পারি তাহলে দুর্নীতি কমবে। কিন্তু তা না পারলে দুর্নীতি কমবে না। আর তাই সৎ লোক নির্বাচন করতে হবে।
তিনি বলেন, সিলেট একটি পূণ্যভূমি। এই পূণ্যভূমিতে দুর্নীতি হতে পারে না। এ ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
দুদক চেয়ারম্যান রবিরবার (২৩ নভেম্বর) সকালে নগরের আলমপুরে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা দুর্নীতি করলে আমাদের সন্তানরাও সেটাকে স্বাভাবিক হিসাবে ধরে নিবে। এটা দেশের জন্য সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্তানের কাছে ঘুষখোর হিসাবে পরিচিত হওয়ার চেয়ে লজ্জার কিছু হতে পারে না। সন্তানদের কাছে যাতে আমাদের মাথা হেঁট না হয়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি দুর্নীতির ঘটনা প্রকাশ করে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুদক এর কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, মহাপরিচালক মোঃ আকতার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host