ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
তাহিরপুর প্রতিনিধি
দাঁড়িপাল্লা প্রতীকে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী, জেলা জামায়াতের আমির, সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত নেতা তোফায়েল আহমদের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর বাজারে গিয়ে মোটরসাইকেল শোডাউন পরবর্তী সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দখলবাজি, লুটপাট আর স্বার্থসিদ্ধির রাজনীতি চালিয়ে তারা কৃষক–শ্রমিক–মজুরের ঘামে উপার্জিত অর্থ দিয়ে নিজেদের রাজকোষাগার ভরেছে। সেই রাজকোষাগার থেকেই অর্থ লুট করে মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে তারা বাড়িুবিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ- ১ আসনটি হাওর বেষ্টিত অঞ্চল। এখানে গত ১৬ বছর কোন উন্নয়ন হয়নি, শুধু দুর্নীতি হয়েছে। আমি নির্বাচিত হলে হাওরকে নিয়ে মাস্টার প্ল্যান করবো। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাত অগ্রাধিকার পাবে। শুধু তাই না কৃষক, শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করবো। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির, সুনামগঞ্জ- ৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা আমীর অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. দিলশাদ মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host