ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রিজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে কটালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা।
রিজু উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রউফের ছেলে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, ‘বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host