ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: আনিস

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: আনিস

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ–তাহিরপুর–মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে চাই।
তিনি বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়। এটি গণতন্ত্র ও এ দেশের মানুষের মুক্তির প্রতীক। এই প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে গণমানুষের আকাক্সক্ষানুযায়ী সরকার পরিচালিত হবে।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
প্রার্থী আনিসুল হক আরও বলেন, দলের সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। সবাইকে ধানের শীষের বিজয়ে সর্বাত্ম কাজ করতে হবে।
পথসভাকে ঘিরে দুপুর থেকেই সাচনা বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল, নাচ–গানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো বাজার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের সমর্থন ব্যাপকভাবে বাড়ছে। জনগণের কাঙ্খিত বাংলাদেশ গড়তে জনতার দেওয়া এত রক্ত, ত্যাগ আর লাঞ্চনা-বঞ্চণাকে মনে রেখে বিএনপিকে সামনের দিনে পথ চলতে হবে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির
সদস্য মোহাম্মদ আলী, এমদাদুল হক আফিন্দী, অ্যাভোকেট শাহীনুর রহমান শাহীন, ধন মিয়া,জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, ইকবাল হাসান, এমরান হোসেন রুবেল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর