ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রাংপানি নদীর তীরে অবস্থিত একটি বালু ঘাটে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পাশের রাংপানি নদীর তীরে অবস্থিত একটি বালু ঘাটে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের সঙ্গে অংশ নেন বিজিবির ৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
অভিযান বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী ও পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host