ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
মো. মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ
জামায়াতে ইসলামীর আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশ সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ এর জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বক্তব্যের শুরুতেই সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, রাজনৈতিক পটভূমির স্বৈরাচার বিরোধী আপোষহীন নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত হাজারো জনতাকে নিয়ে সম্মিলিত দোআ পাঠ করেন ভিপি সাদিক কায়েম।
দোআ শেষে সাদেক কায়েম দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে পুনরায় ফ্যাসিবাদী কায়দা দেশের মাটিতে পুনঃস্থাপনের সকল ষড়যন্ত্র রুখে দিতে জুলাই আন্দোলন চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এটা হবে জনগণের বাংলাদেশ মন্তব্য করে তিনি আরও বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছরেও ইনসাফ ভিত্তিক দেশ গঠনের প্রক্রিয়া কোনো দলই শাসনক্ষমতায় চেষ্টা করেনি, বরং লুটপাট আর রাহাজানিতে চ্যাম্পিয়ান হওয়ার প্রতিযোগিতা করেছে। সেজন্য দেশের রাজনৈতিক পরিবর্তন চায় দেশবাসী, জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই লন্ডন বা দিল্লীর ইশারায় নয় দেশীয় নির্ভর ইশারায় দেশ চলবে বলে মন্তব্য করেন।
উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host