বিএনপির প্রবীণ কর্মী এলাইছ মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

বিএনপির প্রবীণ কর্মী এলাইছ মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বিএনপির প্রবীণ ও নিবেদিতপ্রাণ কর্মী মরহুম এলাইছ মিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর উপজেলার তাজপুর কদমতলা জামে মসজিদে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান এবং তাজপুরসহ উপজেলার প্রয়াত বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন। তিনি বলেন, “মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ ও ত্যাগী কর্মী। তিনি দলের দুঃসময়ে সাহসিকতার সাথে পাশে থেকেছেন। তাঁর মৃত্যুতে আমরা এক অভিভাবকতুল্য নেতাকে হারালাম।”
তিনি আরও বলেন- আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি এবং একইসাথে নিখোঁজ এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান কামনা করছি। তাজপুরসহ ওসমানীনগরের প্রতিটি এলাকায় যাঁরা বিএনপির জন্য জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করেছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের ত্যাগ আমাদের প্রেরণা, তাঁদের স্মৃতি আমাদের পথচলার শক্তি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মো. জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মনসুর আহমদ, সদস্য ডাক্তার বশির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, সাবেক ছাত্রদল নেতা মামুন ইসলাম, যুগ্ম আহবায়ক আল মাসুম আবির, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মনির আহমদ, সহ দপ্তর সম্পাদক ফজর আলী, সদস্য রায়হান আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আশিক নুরসহ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর