খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

বিজয়ের কণ্ঠ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সিলেটের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
ওসমানীনগর (তাজপুর) বিএনপি :
রবিবার (৩০ নভেম্বর) বাদ এশা ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন তাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কদমতলাস্থ আঞ্চলিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু আজ দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কামনা। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তাঁকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তির পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও এলাকার প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, তাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, প্রচার সম্পাদক এমরান আহমদ, সদস্য ডা. বশির আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী,সহ সভাপতি মনির আহমদ, সহ দপ্তর সম্পাদক ফজর আলী, সদস্য রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকনুর, ইউনিয়ন যুবদলের সদস্য এমরান আহমদ, হৃদয় আহমদ প্রমুখ।
সিলেট-০৪ আসন বিএনপি :
রবিবার জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া ইসলামনগর ঈদগাহ মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার আলেম-উলামা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও সিলেট-০৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা হেলাল উদ্দিন আহমদ। তিনি দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনা করে সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া মাসুক।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান উদ্দিন, হাজী হারুনুর রশিদ, ছোয়াব আলী মেম্বার, বুদরুল আলম মেম্বার, কামাল আহমদ, জয়নাল আবেদীন, পাখি মিয়াসহ সিলেট-৪ আসনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা ও মহানগর যুবদল :
রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীর রায়নগরস্থ মারকাযুল কোরআন এতিম মাদ্রাসা সিলেট এই দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর যুবদল। পরে এতিম মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়জুলুর রহমান কয়েস, জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের সহসভাপতি জুয়েল আহমদ জুবের, মালেক বক্ত, হেদায়েত উল্লাহ হিরন, জেলা যুবদলের সহ সভাপতি সাহিন আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, শহিদুজ্জামান সুমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু,মহানগর যুবদলের সব সাররণ সম্পাদক মোঃ রাহাত আহমদ টিপু, যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক শাহ শাব্বির বাবু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক সাহিন আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার অসুস্থতায় দেশব্যাপী যে গভীর উদ্বেগ বিরাজ করছে, তা প্রমাণ করে তিনি এখনও মানুষের হৃদয়ে আশা ও প্রেরণার প্রতীক।
নেতৃবৃন্দ আরো বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ও প্রার্থনা। নেতৃবৃন্দ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন এবং তার সুস্থতার জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।
শেষে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট জেলা এনসিপি :
সিলেট জেলা এনসিপি’র উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে নগরীর একটি হোটেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ বলেন,বিএনপি’র চেয়ারপারসন দীর্ঘদিন গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।তার সে অবদান আমরা স্মরণ করছি। একইসাথে তার আশু রোগমুক্তি কামনা করছি।
আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপি’র সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ,যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আব্দুস শহীদ, অ্যাডভোকেট গোলাম আকবর,মোঃ হিফজুর রহমান খান,ডাঃ সোলাইমান খান,সাইফুল ইসলাম নজরুল,সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,যুগ্ম সদস্য সচিব মোঃআব্দুল ওয়াদুদ শিপন, ফয়সল আহমদ,সালমান আহমদ খোরশেদ,নাসিম চৌধুরী,আলী হোসেন,সাদী জামালী, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, আকতার হোসেন,সামছুজ্জামান হেলাল,সালাহ উদ্দিন সাজু,বুরহানুদ্দীন ইউসুফ,জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক আব্দুর রহিম,জেলা সদস্য শেখ সাদী রাসেল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী’র এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।তার অবস্থা সংকটাপন্ন।
২৪নং ওয়ার্ড বিএনপি :
‎সিলেট মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাবিব আহমদ মুক্তার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীর ৩৪ নং ওয়ার্ডের হুফফাজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সদস্য ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সদর উপজেলা যুবদল নেতা লিটন আহমদ, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা জাবির হোসাইনসহ আরও নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সোয়েব আহমদ, সহকারী শিক্ষক হাফিজ আমিনুর রশিদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা হিফজুর রহমান প্রমুখ।
মিলাদ শেষে মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জেলা মৎস্যজীবী দল :
‎বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে সিলেট জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) টুকেরবাজার গৌরীপুর জামে মসজিদে এ আয়োজন করা হয়।
‎মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন গৌরীপুর জামে মসজিদের ইমাম মাওলানা তোফায়েল আহমদ।
‎মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এনাম হোসেন মেম্বার, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মো. বদর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক হেলান আহমদ মেম্বার, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল হক, বিএনপি নেতা শাহজাহান, ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা দিলওয়ার হোসেন, ফজল রানা, জানালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইস্তাউর রহমান সানি, স্বেচ্ছাসেবক দল নেতা বুরহান উদ্দিন ইমন, খালেদ আহমদ, জুলাই যোদ্ধা আলী আহমদ, জামাল হাসান প্রমুখ।
জুলাই যো*দ্ধা সংসদ :
বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও আমাদের সহযোদ্ধা আলালের হার্টের অপারেশনের পর দ্রুত সুস্থতা কামনা করে জুলাই যোদ্ধা সংসদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর সিলেটের কুদরতউল্লাহ জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, সহযোদ্ধা আলালের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আহবায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, সদস্য সুহেল আহমদ, ইকবাল হোসেন, সাহেল আহমদ, আব্দুল মানিক, সেজান মাহমুদ, মাহমুদুল হাসান, নুরউদ্দিন, সাজ্জাদ, জাকুয়ান, সালমান, ইমন, আমিনুল ইসলাম, মোস্তফা জামান রাফি, শামিম আহমদ, মাহবুব হোসাইন, হালিম, জাফর, আব্দুল মালিক, আব্দুল জলিল, শাহ আলম মুছা, আমিনুল ইসলাম, জবরুল ইসলাম, হান্নান গাজী, সজিব আহমদ, হোসেন, আব্দুর রউফ, রুবেল আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর