ঢাকা ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের প্রথম দিনে বিএনপি থেকে সুসংবাদ পেয়েছেন সিলেটের আরেক নেতা। তিনি সাহাব উদ্দিন। নানান কারণে আলোচিত-সমালোচিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক এই সহ সভাপতির প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদপদবী স্থগিত ছিল। তবে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে জানানো হয়েছে, সাহাব উদ্দিনের যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদসহ বিএনপির যাবতীয় পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সাম্প্রতিক সাদাপাথর লুটকাণ্ডসহ আরও কিছু অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ তার যাবতীয় পদ-পদবী স্থগিত করা হয়েছিল।
গেল বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারও করেছিল র্যাব-৯।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host