সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র প্রতিনিধি দল

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে’র প্রতিনিধি দল

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে সিলেটের একটি প্রতিনিধি দল রবিবার (১৮ জানুয়ারি) সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

হার্ট ফাউন্ডেশন সিলেটের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ আহবাবের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিন।

অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন সহসভাপতি প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদ, উপপরিচালক ডা. এ মুনিম চৌধুরী, ইউকে কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কাউন্সিলর জাহাঙ্গীর হক, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান ও তাঁর সহধর্মিণী মেহেরুন্নেছা খান, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল ও তাঁর মেয়ে মায়মুনাহ মুনিম রিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পলি রহমান, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার ও বৃটিশ পার্লামেন্টে সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন, সুইডেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও পরিবেশ আইনবিদ মাহফুজ আহমদ খান এবং তাঁর সহধর্মিণী ডা. তাসনিম আকতার সিমিন, জিএসসি সিলেট চ্যাপ্টারের শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, ইউকে কমিউনিটি ব্যক্তিত্ব মো. নেজাম উদ্দিন নজরুল, মোহাম্মদ মারুফ ও মো. আব্দুল হালিম প্রমুখ।

অনুষ্ঠানে বৃটিশ পার্লামেন্টের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন তাঁর ছেলে ড. ওমর মোহাম্মদ শাফির পক্ষে হাসপাতালের উন্নয়ন তহবিলে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের আগামী প্রজন্মকে হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির সঙ্গে যুক্ত হয়ে মানবিক সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ইউকে কমিটির আরও অনেক সদস্য হাসপাতালের উন্নয়নে অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর