ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে উল্লেখযোগ্য ও ধারাবাহিক অবদান রাখায় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরীকে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী ও ট্রাস্টের সচিব মাস্টার সাব্বির আহমদ উপস্থিত ছিলেন। এ সময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক (দৈনিক সিলেটের সংবাদ), কোষাধ্যক্ষ তারেক আহমদ (ডেইলিট কান্ট্রি টুডে), ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদুর রহমান (দৈনিক কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ হুসেইন আইমান (জকিগঞ্জ টিভি), কার্যনির্বাহী সদস্য জাকির আহমদ (দৈনিক দেশ প্রতিদিন), তানিম আহমদ (দৈনিক আলোকিত সিলেট) সদস্য ওবায়দুল্লাহ, সবুজ প্রান্ত প্রতিনিধি, আলী হায়দার, তাহসিন বিডি এবং নূরুল ইসলাম (জকিগঞ্জের খবরের) প্রমুখ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বিস্তার ও মানবিক উন্নয়নে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগসমূহ সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যেই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host