ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক ও শ্রদ্ধার আবহ তৈরি হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পশ্চিম জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামা হক চৌধুরী, পরিচালক, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বক্তারা বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের রাজনীতিতে তাঁর অবদান নিয়ে বক্তব্য দেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ফারুক আহমদ, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামাল, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সুহেল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাসেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিন, যুবদল নেতা ইমরান আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীর আলম, সুহেল আহমদ, ফারুক মিয়া, কামরুল মিয়া, কুতুব মিয়া, তাজ, পাভেল, নাসির, জিয়াউল, নয়ন, বশর, জাবেদ ওমর, বশর মিয়াসহ স্থানীয় পর্যায়ের আরও অনেকে। সার্ভিক সহযোগিতায় অংশ নেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শোকাবহ এই দিনে দলীয় কর্মসূচির পাশাপাশি ধর্মীয় দোয়ার মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে, যাতে শোককে সংযম ও মানবিকতার মধ্য দিয়ে ধারণ করা যায়। উপস্থিত নেতাকর্মীরাও জানান, প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শেষ পর্বে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকের এই আয়োজনে একটাই বার্তা স্পষ্ট হয়ে ওঠে, মানুষ চলে যায়, কিন্তু মানুষের কর্ম ও স্মৃতি থেকে যায়, আর সেই স্মৃতিই সময়ের ভেতর ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধকে আরও গভীর করে তোলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host