অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকে’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকে’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের সাড়ে তিনশত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
অলংকারী ইউনিয়নের প্রবাসীদের দ্বারা গঠিত সমাজসেবামূলক সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে এই শীতবস্ত্র আনুষ্ঠানিকভাবে বিরতণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
দীর্ঘ ১৩ বছর ধরে সমাজের অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে দান, অনুদান, ত্রান, শিক্ষা সামগ্রী বিতরণ, কর্মসংস্থান তৈরি, প্রশিক্ষণের সুবিধা প্রদান সহ মানবিক কাজ করছে এই সংগঠন। যুক্তরাজ্যে বসবাসরত অলংকারী ইউনিয়নের প্রবাসীরা দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যে ট্রাস্টের প্রতিষ্ঠাতাগণ ও ট্রাস্টিবৃন্দ সকল শ্রেণির পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তাদের এমন কার্যক্রম চলমান রাখতে ট্রাস্টিদের প্রতি আহবান জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিন এর পরিচালনায় সংগঠনের সাবেক সভাপতি বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে সাবেক প্রভাষক বাবরুল হোসাইন বাবুল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়নের একাধিক বারের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী বৃটেন সরকারের বিশেষ খেতাব প্রাপ্ত ডেপুটি লুটেন্যান্ট আলহাজ্ব মাকরাম আলী আফরোজ, সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ফরেনসিক বিভাগীয় প্রধান ডাঃ শামসুল ইসলাম।
অলংকারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সালাউদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, অলংকারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রব মেম্বার, ৭ নং ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিন, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, মুরব্বি রফিক মিয়া, মুতাওয়াল্লী বদরুল আলম, সফাত উল্লাহ ডেভলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, শিমুল তলা গ্রামের বিশিষ্ট মুরব্বি আলতাব আলী, যুবদল নেতা ফরিদ মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম কামাল সহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার ব্যাক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর