ভোলাগঞ্জ স্থল বন্দরে দৃষ্টি নন্দন মসজিদের যাত্রা শুরু

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

ভোলাগঞ্জ স্থল বন্দরে দৃষ্টি নন্দন মসজিদের যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
সিলেটের সীমান্ত জনপদ পর্যটন অধ্যূষিত ভোলাগঞ্জ স্থল বন্দরে জুমআ নামাজের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ভোলাগঞ্জ স্থল বন্দর নামক জামে মসজিদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতায় এলাকার ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক, স্থল বন্দরে কর্মরত কয়েকশত মুসল্লীসহ স্থানীয়রা নামাজ আদায় করেন।
জুমআ নামাজ পূর্ব স্থল বন্দরের পক্ষ হতে মুসল্লীদের উদ্দেশ্যে অতিরিক্ত সচিব মোঃ সরোয়ার আলম, স্থল বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ গিয়াস উদ্দিন দৃষ্টিনন্দন ভোলাগঞ্জ স্থল বন্দরে নির্মিত মসজিদটির সার্বিক পরিবেশ বজায় রাখতে সবসময় স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।
পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক অবকাঠামো উন্নয়ন যেমন সকল ভবনের নেইম প্লেইট,লাইটিং কাজ ইতিমধ্যে চলমান থাকবে বলেও জানান স্থল বন্দর কতৃপক্ষ।
নয়া মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মুমিন জুমআ পূর্ব মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান ও খুতবা প্রদান করেন। নামাজ শেষে দোআ পরিচালনায় মসজিদের সার্বিক কল্যাণ, ব্যবসায়ী ও বন্দরে কর্মরতদের জন্য দোআ কামনা করা হয়।
এদিকে ভোলাগঞ্জ স্থল বন্দরে দৃষ্টি নন্দন মসজিদের আনুষ্ঠানিক যাত্রায় অভিব্যক্তি প্রকাশ করে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সেক্রেটারি নজরুল ইসলাম বলেন, অত্যাধুনিক এ মসজিদ নির্মাণে আমরা ব্যবসায়ীদের ওযু,জরুরী সুযোগ সুবিধা সম্মত পরিবেশে নামাজ আদায় করতে পারবো এতে আমরা ভীষণ খুশি। পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের আসা যাওয়ায় গুরুত্বপূর্ণ ফরজ বিধান পালনে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
চুনাপাথর ব্যবসায়ী মোঃ জসিমুল ইসলাম আঙ্গুর, আক্তারুজ্জামান নোমান বলেন আজ দৃষ্টিনন্দন ভোলাগঞ্জ স্থল বন্দরে আনুষ্ঠানিক মসজিদে নামাজ শুরু হওয়ায় ব্যবসায়ীসহ আগত পর্যটকদের বেশ সুবিধা হয়েছে। মসজিদের সামনে গাড়ী পার্কিং, মানসম্মত ওযুসহ সব সুবিধা হওয়ায় বেশ ভলোই লাগছে। গুরুত্বপূর্ণ সাদা পাথর দেখতে আসা পর্যটক মহিলা মুসল্লীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করার দাবীও জানান তারা।
প্রসঙ্গত, ভোলাগঞ্জ স্থল বন্দর বিগত দুই বছরে সকল অবকাঠামো উন্নয়ন শেষে গতবছরের শেষের দিকে উপদেষ্টা সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিক উদ্বোধন করে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর