ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
নগরের মদিনা মার্কেট এলাকায় মো. শাহাব উদ্দিন(৪০) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাজারের খান মার্কেটের পিছনের হাবিব মিয়ার কলোনীর একটি ক থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত শাহাব দণি সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শাহাব উদ্দিনের মাথায় আঘাত করে তেতলে দেয়া হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে কেউ কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারে নি পুলিশ। শাহাব উদ্দিনের সাথে একই কে থাকা আম্বরখানার রমজান নামের অপর এক ফল ব্যবসায়ী সকাল থেকেই লাপাত্তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পুর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। পুলিশ হত্যাকাণ্ডের মুল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।
লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host