ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালকে সাময়িক বরখাস্তকরা হয়েছে। বিধি বহির্ভূতভাবে এলজিএসপি-৩ এর টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল বিধি বহির্ভূতভাবে ২০১৭-১৮ অর্থবছরের এলজিএসপি-৩ এর স্কিম অনুমোদনের পূর্বে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে বিভিন্ন তারিখে ১২ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি তদন্তে প্রাণিত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।’
সুতরাং ওই চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
অন্য একটি মামলায় আরিফ ইকবাল নেহাল কারান্তরিণ থাকায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে তিনি নিয়মিত ইউনিয়ন অফিসে আসতেন না। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলাও রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host