ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮
সিলেটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলায় হুসাইন আল-জাহিদ নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের উপশহরে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ নগরীর তেররতন সৈদানীবাগ ১৯/৩৭নং বাসার কামাল মিয়ার ছেলে ও স্থানীয় সীমান্তিক স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। দুই ভাই ও তিন বোনের মধ্যে সে দ্বিতীয়। জাহিদ জেলা ছাত্রলীগ নেতা এইচ আর সুমন গ্রুপের কর্মী ছিল। এই খুনের জন্য জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের গ্রুপকে দায়ী করছে সুমন গ্রুপ।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপশহর ডি ব্লকের ২৫ নং রোডের শেষ দিকে সোনার পাড়ার দিকে কয়েকজন বন্ধুর সাথে হেঁটে যাচ্ছিলেন ছাত্রলীগ কর্মী হুসাইন আল-জাহিদ। এসময় জাকারিয়া মাহমুদ গ্রুপের ১৪-১৫ কর্মী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জাহিদের তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান জাহিদ। হামলায় ছাত্রলীগের আরো ৩ কর্মী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় উপশহর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মহানগর পুলিশের শাহপরান থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘খুনের সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। একইসাথে খুনের মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host