ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ২, ২০১৯
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সংস্থার আম্বরখানাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের সভাপতিতে ও সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সম্পাদক দিলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- সংস্থার প্যানেল আইনজীবী এড, মনজুর সহ সভাপতি শরিফুল ইসলাম আলাউদ্দিন আহমেদ মক্তা, মৌবাশ্বেরা বেগম পারু।
আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাকিব খান, মানবাধিকার কর্মী সামাদ, সেবি বেগম, রোমেন খান, অনান্য অতিথি ছিলেন সাহাবউদ্দীন, সহির’ উদ্দিন, হাওয়া বেগম, সুমনা, শাহজাহান, বাহার উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যদিয়ে এসেছে। তারা আন্দোলন সংগ্রাম করলেও এখন পর্যন্ত শ্রমিকদের অধিকার শতভাগ বাস্তবায়ন হয়নি। ১৮৮৬ সালে ১লা মে যুক্তরাজ্যের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমের উপযুক্ত মূল্য দৈনিক ৮ঘণ্টা কাজের দাবিতে প্রায় ৩লক্ষ শ্রমজিবী মানুষ ধর্মঘটে অংশ নেয়। এতে আন্দোলন রত ক্ষুব্দ শ্রমিকদের রুখতে মিছিলে পুলিশ এলোপাতাড়ী গুলি বর্ষণ করে। দাবি আদায়ের জন্য শ্রমিকদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগো রাজপথ। শ্রমিকদের এই আত্মত্যাগের মধ্যদিয়ে দৈনিক কাজ ৮ঘন্টা প্রতিষ্ঠিত হয়। এই সংরামে শ্রমিকদের ঐতিহাসিক বিজয় এই ১লা মে পরবর্তীতে ১৮৮৯ সালে পেরিসে ২য় আন্তার্জাতিক শ্রমিক সম্মেলনে দিবসটিকে মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু আজও শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host