ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ২, ২০১৯
কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাট লোভা নদীতে পাহাড়ী ঢলে ভাসমান গাছ ধরতে গিয়ে প্রবাস যাত্রী নিখোঁজ হারুন রশিদের কোন সন্ধান বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত যায়নি। তার সলিল সমাধি ঘটতে পারে এমন ধারণা করছেন স্বজনরা।
উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সৈয়দ হোসেনের পুত্র হারুন রশিদ বুধবার ভোর সকাল ৭টায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লোভা নদীতে ভাসমান গাছ ধরার জন্য পানির ¯্রােতে নেমে পড়ে। তীব্র ¯্রােতের কারণে সে পানির তুড়ে তলিয়ে যায়। এর পর থেকে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৬ মে সৌদি আরবে যাবার কথা ছিল নিখোঁজ হারুন রশিদের। কিন্তু পানিতে তলিয়ে যাবার পর তাকে এখনো পর্যন্ত জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ হারুনের বাড়িতে চলছে শোকের মাতম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host