ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট উপজেলায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধুজাল সৃষ্টি হয়েছে। গৃহবধূর নাম জেসমিন আক্তার (১৯)। তিনি উপজেলার ঝিংগাবাড়ী ইউপির নিজগাছবাড়ি (নয়াগ্রাম)’র আজির উদ্দিনের পুত্র সিএনজি অটোরিকশা চালক ইসলাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, ইসলাম উদ্দিনের প্রেমের সুবাদে বিবাহ হয় একই উপজেলার নিজ দলইকান্দি আকুনি গ্রামের তুতা মিয়ার মেয়ে জেসমিনের। বিবাহিত জীবনে জেসমিন নি:সন্তান ছিলেন। তবে জেসমিন আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। স্বামীর বাড়ির লোকদের দাবি জেসমিন আত্ম হত্যা করেছেন। কিন্তু তার পিত্রালয় থেকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় স্বামীর পরিবার আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্বামীর বাড়ির লোকজন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসত ঘরের তীরের সাথে গলায় গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেন জেসমিন। তিনি স্বামীর লোকজনের নির্যাতনে মারা যাননি।
এদিকে, জেসমিনের পিতার পরিবারের দাবি, জেসমিনের স্বামী ইসলাম উদ্দিনসহ তার পরিবারের লোকজন মিলে নানা নির্যাতন ও অত্যাচার করে জেসমিনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
কানাইঘাট থানার উপপরিদর্শক স্বপন চন্দ্র সরকার শুক্রবার রাত অনুমান দেড়টায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও জেসমিনের পিতার বাড়ির লোকজনের পক্ষ থেকে হত্যাকাÐ দাবি করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host