ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাটে হারুন নিখোঁজের ঘটনায় আজ ১২ দিন অতিবাহিত হয়েছে। হারুনের লাশ ফিরে পেতে ব্যাকুল মায়ের আর্তনাদে শোকাবহ পরিবেশের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ছেলের সন্ধানে এখনও নদীর তীরে বসে সময় কাটে মায়ের।
নিখোঁজ হারুন আহমদ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে।
তিনি গত পহেলা মে সকাল অনুমান সাড়ে ৭টায় জ্বালানী কাঠ ধরতে গিয়ে উজান থেকে নেমে আসা প্রবল ¯্রােতের মধ্যে লোভানদীতে তলিয়ে যান। সাথে সাথে আশপাশের স্থানীয় জনসাধারণ নিখোঁজ হারুনকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি চালান। কিন্তু, ওইদিন উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদীতে প্রবল ¯্রােত থাকায় জাল ফেলে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন তারা।
জানা গেছে, নিখোঁজ হারুন আহমদ পরিবারে তিন ভাই ও দুই বোন, বাবা কয়েক বছর পূর্বে মারা গেছেন। হারুন আহমদের বড় এক ভাই প্রবাসে থাকেন। তাই হারুন আহমদ গত ৬ মে সৌদি আরবে যাওয়ার কথা ছিলো। এরই মধ্যে গত পহেলা মে সকাল অনুমান সাড়ে ৭টায় হারুন লোভা নদী থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তলিয়ে যান। এরপর থেকে এখন পর্যন্ত হারুনের লাশ না পাওয়ায় পরিবারের শোকের মাতম চলছে।
স্থানীয় ইউপি সদস্য শামিম উদ্দিন জানান, হারুন আহমদ খুব ভালো লোক ছিল। তার অকাল মৃত্যু কেউ কল্পনাও করতে পারেনি। হারুনের পরিবারকে শান্তনা দিতে বার বার চেষ্টা করা হচ্ছে। কিন্তু, যে মায়ের বুক খালি হয়েছে, সে মাকে কি শান্তনা দিয়ে রাখা যায়? প্রতিদিন হারুনের মায়ের এই বুক ফাটা আর্তনাদ দেখবে কে? সেই নিখোঁজ হওয়া থেকে এখনও পর্যন্ত তিনি নদীর তীর বসে থাকেন তার ছেলের জন্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host