শিবগঞ্জ থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

শিবগঞ্জ থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন শিবগঞ্জ লামাপাড়া থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ৪৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক দুইজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা শাহপরান থানার এসআই রাজীব কুমার রায়।

আটকতৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন মিরাবাজার এলাকার মৃত শেখ আবুল বাশারের ছেলে শেখ শহিদুল ইসলাম নয়ন(২৯) ও শিবগঞ্জ লামাপাড়ার মৃত ফুল মিয়ার ছেলে আল আমিন(৩৩)।

এ সময় তাদের সহযোগী লামাপাড়ার বাচ্চু মিয়ার ছেলে রহিম(৩০) পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা আজ শনিবার জানান, শেখ শহিদুল ইসলাম নয়নের প্যান্টের বাম পকেট থেকে ৩৩ পিস ইয়াবা এবং আল আমিনের প্যান্টের সামনের পকেট থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত দুজন এবং পলাতক রহিমের বিরুদ্ধে শাহপরান তানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আখতার হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর