ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার আলোচনা ও ইফতার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার আলোচনা ও ইফতার

কানাইঘাট সংবাদদাতা
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সিয়াম, তাক্বওয়া, সাদাকাহ ও ওয়াক্বফ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫ টায় ব্যাংকের শাখা প্রাঙ্গনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক মো. সোলাইমানের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার কাজী মহি উদ্দিন আলমগীরের উপস্থাপনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ।

প্রধান আলোচক ছিলেন, কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সিলেটের জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহ বলেন, ইসলামী ব্যাংক শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে বিশে^র সেরা ব্যাংকের স্বীকৃতি অর্জন করেছে। বর্তমান সরকারের ভিশন-২১ ও ৪১ রূপকল্প বাস্তবায়নে ইসলামী ব্যাংক সমৃদ্ধ দেশ গঠনে অর্থনৈতিক উন্নয়ন, শরীয়াহ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনসহ সকল সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভ‚মিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, মাহে রমজানের তাকওয়া হচ্ছে সকল হিংসা, বিদ্বেষ পরিহার করে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা। আমরা যেন, সবাই সেই তাকওয়া অর্জন করে ব্যক্তি জীবন থেকে সমাজ ও রাষ্ট্র পর্যন্ত ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি এ জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি ইসলামী ব্যাংকের সকল সেবা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট আলেমেদ্বীন মাও. হুদুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক সহ নানা শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর