ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
কানাইঘাট সংবাদদাতা ::::
উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা মুহাম্মদ মুশাহিদ (র)-এর স্মৃতিজিড়িত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কানাইঘাট দারুল উলূম দারুল হাদীস মাদ্রাাসা পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। রোববার বিকেল ২টায় তিনি মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক, আলেম-ওলামা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং আল্লামা মৃহাম্মদ মুশাহিদ বায়মপুরী (রঃ)-এর কবর জিয়ারত করেন।
এ সময় মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস ও নায়েবে মুহতামিম আল্লামা আলিম উদ্দিন এমপির কাছে মাদ্রাসার মাঠের মাটি ভরাট-সহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের দাবি তুলে ধরলে মাঠের মাটি ভরাট সহ অন্যান্য কার্যক্রমে হাফিজ আহমদ মজুমদার সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, কানাইঘাট দারুল উলূম হচ্ছে দেশের প্রাচীনতম একটি দ্বীনি বিদ্যানিকেতন। এখান থেকে অসংখ্য আলেম ওলামার সৃষ্টি হয়েছে।যারা দ্বীনের সঠিক দাওয়াত সিলেটের প্রতিটি জনপদে পৌঁছে দিচ্ছেন। এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।
এ সময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের লোকমান হোসেইন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম-সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃদ। এছাড়া মজুমদার এমপি কানাইঘাট পাবলিক হাই স্কুল পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host