ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে ‘শাহজালাল মৎস প্রকল্প’ দুই লক্ষ পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মৎস প্রকল্পের ৬০ একর জায়গায় ৩৫ টি পুকুরে দুই লক্ষ পোনামাছ অবমুক্ত করা হয়। এর পূর্বে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন শাহজালাল মৎস প্রকল্প কর্তৃপক্ষ। আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করণে উপস্থিত ছিলেন, ৬ নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, শাহজালাল মৎস প্রকল্প’র স্বত্তাধিকারী দবির আহমদ,সিলেট মহানগর কৃষক লীগের সহ-সভাপতি হোসেইন আহমদ, ফতেহপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. এখলাছুর রহমান, ইউপি বিএনপি’র সভাপতি ফারুক আহমদ, এম সাইফুর রহমান কলেজের প্রফেসর শামিম আহমদ, ফতেহপুর ইউপি’র ৬ নম্বর ওয়ার্ড মেম্বার গৌছ উদ্দিন, আমির আলী মেম্বার, ফখর উদ্দিন মেম্বার, ইসলাম উদ্দিন মেম্বার, ছোয়াব আলী মেম্বার, ২০০২ সালে জাতিয় মৎস পুরুষ্কারপ্রাপ্ত ফয়েজ আহমদ, শাহজালাল মৎস প্রকল্পের স্বত্তাধিকারীর ভাই মুহিত আহমদ, শাহিন আহমদ, আলাল আহমদ সহ ফতেহপুর ইউপির গণ্যমান্য মুরব্বিয়ান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শাহজালাল মৎস প্রকল্প একটি অতি পরিচিত নাম। ২০০২ সালে ওই প্রকল্প থেকে জাতীয় পুরুষ্কার পেয়েছেন ফয়েজ আহমদ। এটা ফতেহপুর এলাকাবাসির জন্য অত্যান্ত গর্বের বিষয়। আর এই প্রকল্পের স্বত্তাধিকারী একজন লন্ডন প্রবাসি। তিনি বিদেশে বিনিয়োগ না করে দেশে এসে মৎস প্রকল্পটি স্থাপন করেছেন। এতে করে ওই প্রকল্পে কাজে নিয়োজিত রয়েছেন শতাধিক শ্রমিক। ওই শ্রমিকদের পরিবার চলছে প্রকল্পের অর্থে। তাই প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ ও যে কোন ধরণের প্রকল্প করতে হয়রানি না করে সর্বক্ষেত্রে সহযোগিতা করতে হবে। কারণ প্রবাসীদের শ্রম আর ঘামে অর্জিত অর্থ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে।-বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host