ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
বিজয়ের কন্ঠ ডেস্ক :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।
যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুবলীগের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’
অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার অপরাধে অন্য কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘আপাতত খালেদ বহিষ্কার। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।’
গত বুধবার খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশানের নিজ বাসা থেকে আটক করে র্যাব। সময় ওই বাসা থেকে অস্ত্র ও ইয়াবা পাওয়া যায় বলে র্যাব জানায়। তাঁকে পরে র্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে যাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খালেদ মাহমুদকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলা করে র্যাব।
একই দিন সন্ধ্যায় মতিঝিলের ফকিরাপুল এলাকায় ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র্যাব। ওই ক্যাসিনোর মালিক হচ্ছেন আটক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। ওই ক্যাসিনোতে জুয়া খেলা অবস্থায় নারী ও পুরুষ মিলে ১৪২ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
এর পর গত বুধবার তাঁকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁকে দুটি মামলায় মোট সাত দিনের রিমান্ড দেয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host