ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
কোম্পানীগঞ্জ সংবাদদাতা:::
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর। প্রকৃতির এ বৈচিত্র যে হয়ে ওঠেছে প্রাণ সংহারক। গত একবছওে প্রায় কুড়িজন প্রাণ হারিয়েছেন এ সাদাপথর পর্যটন কেন্দ্রে। শুক্র ও শনিবার লাগাতার দুজনের প্রাল কেড়ে নিল এ সাদাপথর। শনিবার জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে লাশ হয়েছেন আরেকজন। নিহত যুবকের নাম ইমনুর রহমান (২৫)। এর আগে শুক্রবার তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়। একই দিন বিকেলে লাশ সহয়েছেন আরেক যুবক। শনিবার বিকেলে জিরো পয়েন্টে সাতার কাঁটতে গিয়ে নিখোঁজ হন তিনি । তিন ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমনুর বরিশালের সালিকুর রহমানের পুত্র। তারা পরিবার নিয়ে ঢাকার কচুক্ষেতে (মিরপুর-১৪) বাস করছেন।
জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ইমনুর ও তার পাঁচ বন্ধু মিলে ভোলাগঞ্জ সাদাপাথর খ্যাত জিরোপয়েন্টে বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে ধলাই নদীতে সাঁতার কাটতে পানিতে নামেন তারা। সাতার কাঁটতে গিয়ে নিখোঁজ হন ইমনুর। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন ইমনুরের বন্ধুরা। বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বিজেন ব্যানার্জি সিলেটভিউকে জানান, ইমনুর নিখোঁজ হওয়ার সাথে সাথে বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। ঘটনার ঘন্টা দুয়েক পর বিজিবি, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগের দিন ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে পানিতে তলিয়ে মারা গেছেন ঢাকার হাফিজ বিন হারুনুর রশিদ (১৭)। শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলাগঞ্জের ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host