ভারপ্রাপ্ত মেয়র লিপন বকস্’র কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

ভারপ্রাপ্ত মেয়র লিপন বকস্’র কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য প্যানেল মেয়র-১ ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান মোহাম্মদ তৌফিক বকস লিপন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার দয়া আর সাধারণ মানুষের ভালোবাসায় আজ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব আমি পেয়েছি।

২৭ টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের কাছেও আমি কৃতজ্ঞ। সম্মানিত কাউন্সিলরদের ভোটে আমাকে ১ নং প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার ফলে আজকের ভারপ্রাপ্ত মেয়র হতে পেরেছি।

আমি আপনাদের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। আমি স্মরণ করছি আমার প্রাণ প্রিয় ২৬ নং ওয়ার্ডবাসীকে। যাদের মূল্যবান ভোটে আমি ২ বার কাউন্সিলর পদে জয়লাভ করেছি।

আমি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সমাজের বিবেক সাংবাদিকবৃন্দ ও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তাবৃন্দসহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি। প্রেস-বিজ্ঞপ্তি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর