গণতন্ত্র ফিরে পেতে হলে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই : বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

গণতন্ত্র ফিরে পেতে হলে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই : বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান

‘‘গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে হলে বিএনপি চেয়ারপার্সন বিশ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তাঁর মুক্তির জন্য বিশ দলীয় জোট কঠোর কর্মসুচির মাধ্যমে দেশনেত্রী কে মুক্ত করে গণতন্ত্র অক্ষুন্ন রাখতে হবে’’ জাগপার প্রতিষ্টাতা মরহুম জননেতা শফিউল আলম প্রধান এর আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ, শক্তিশালী জাগপা সু-সংগঠিত করে দেশের আপামর জনতা কে নিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতে হলে রাজপথে নামতে হবে, স্বাধীন বাংলাদেশে যে হারে জুয়ার আসর থেকে সরকারী দলের নেতা কর্মী জড়িত হয়ে পড়েছে দুর্নাম দুর্নীতি মহা উৎসব শুরু হয়েছে, তা অচিরেই বন্ধ করতে হবে। জাগপা নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশপ্রেমিক নেতা শফিউল আলম প্রধানের অনুসারী থাকতে তা সফল হতে দেবোনা’’ কেন্দ্রীয় জাগপা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সিলেট হযরত শাহজালাল রঃ শাহপরান রঃ মাজার জিয়ারতে এসে সিলেট জাগপা নেতা কর্মীর সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
নগরীর একটি রেষ্টুরেন্টে সিলেট মহানগর জাগপা এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন এর সভাপতিত্বে ও সাবেক জেলা জাগপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিয়ার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম বকুল. মহানগর সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ সাজু.মহানগর যুব জাগপার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব. মহানগর জাগপা নেতা ফরহাদ আহমদ।
সভাপতির বক্তব্যে জনাব শাহজাহান আহমদ লিটন বলেন আমরা মেহনতী জনতার প্রিয় নেতা মরহুম শফিউল আলম প্রধানের আদর্শের সৈনিক, উনার আত্মাকে কষ্ট দিয়ে আমরা প্রতিহিংসার রাজনৈতিক সংগঠন দেখতে চাই না। গনতন্ত্র ভোটের অধিকার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ শক্তিশালী জাগপা দেখতে চাই, মতবিরোধ ভুলে আসুন সবাই নেতার নীতি আদর্শের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর