ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপনকে বিজয়ের কণ্ঠ পরিবারের অভিনন্দন

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপনকে বিজয়ের কণ্ঠ পরিবারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন :::
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্যানেল মেয়র-১ ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান মোহাম্মদ তৌফিক বকস লিপন ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব গ্রহণ করায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে দৈনিক বিজয়ের কণ্ঠ পরিবার। দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুসলেহ উদ্দিন খান ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান সোমবার মেয়র কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে সম্পাদকদ্বয় ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন-এর সাথে কুশল বিনিময় করেন এবং সিলেট নগরজীবনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন। পাশপাশি ভারপ্রাপ্ত মেয়রের সার্বিক সাফল্য কামনা করে তাঁর নৈতিক দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আর্কিটেড ইঞ্জিনিয়ার আফিকুল ইসলাম জুনেদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর