ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
জুড়ী সংবাদদাতা ::::
মৌলভীবাজারের জুড়ীতে বাড়ীর পাশে মেলা দেখতে গিয়ে আশরাফুল হাসান রাশেদ নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাটি শনিবার বিকেলে ঘটেছে। এ ঘটনায় রাশেদের মা হোছনা বেগম রোববার জুড়ী থানায় ২২ সেপ্টেম্বর রোববার একটি সাধারণ ডায়রী (নং-১০৮০) করেছেন।
নিখোঁজ আশরাফুল হাসান রাশেদের পিতা উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা আজিদ মিয়া জানান, রাশেদ শনিবার বিকেল ৩টায় বাড়ীর নিকটে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে শিল্প-পণ্য মেলা দেখার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। সে স্থানীয় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host