ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিও পরিচালক পদে দ্বিবার্ষিক নির্বাচন শেষে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ।
রোববার বিকেলে চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদের কাছে সভাপতি পদে আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিনিয়র সহ সভাপতি পদে চন্দন সাহা, সহ সভাপতি পদে তাহমিন আহমদ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহবায়ক শাহ আলম, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সহ সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার বিজিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজগীল গুলজার, সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, এজাজ আহমদ চৌধুরী, ফটিক চন্দন সাহা, মঞ্জুর আহমদ।
আরও উপস্থিত ছিলেন আবু তাহের মোহাম্মদ শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, হুমায়ূন আহমদ, মো. নজরুল ইসলাম বাবুল, মাসুদ আহমদ চৌধুরী মাকুম, মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেন, তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জুয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরী প্রমুখ।
নবনির্বাচিত পরিচালকদেরভোটে এই তিন পদে নির্বাচিত হবেন পদপ্রার্থীরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host