থানায় মামলা
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>থানায় মামলা</span> <br/> ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

বিজয়ের কন্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) সহ পাঁচজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা ইকবাল আহমদ।

কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ রোড থেকে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে নিয়ে যায়।

হাসান আহমদ কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাল্লরপাড় গ্রামের আব্দুর রকিবের ছেলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ইকবাল আহমদ বাদী হয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদকে প্রধান আসামি করে আরও ৪ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা (মামলা নং ২০, তারিখ: ২৪/৯/২০১৯) দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর