শ্রীমঙ্গলে ১৭টি মোবাইলসহ আটক ১

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

শ্রীমঙ্গলে ১৭টি মোবাইলসহ আটক ১

বিজয়ের কন্ঠ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭টি মোবাইল সেটসহ শামীম মিয়া নামে এক চোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনায় জড়িত অপর আসামি মৌলভীবাজার সদর থানাধীন সোনাপুর এলাকার বাসিন্দা বিপুল দাসের বাড়ি থেকে ১৭টি মোবাইল উদ্ধার করা হয়। তবে বাড়িতে না থাকায় বিপুল দাসকে আটক করা যায়নি।

শামীম উপজেলার টিকরিয়া এলাকার চকগাঁত্ত গ্রামের শহিদুল হকের ছেলে।

জানা যায়, শ্রীমঙ্গল শহরের মক্কা মার্কেটের ব্যবসায়ী সেলিম মিয়া রোববার ১৯টি মোবাইল সেট ভর্তি একটি ব্যাগ পাশে রেখে রেলওয়ে মসজিদে নামাজে বসেন। নামাজ পড়া শেষে তিনি আর তার ব্যাগ পাননি। পরে রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান একটি ছেলে কাঁধে করে তার মোবাইল ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চোর শামীম মিয়াকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অপর আসামি বিপুল দাসের বাড়ি থেকে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর