সিলেটে পীর চরমোনাই (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

সিলেটে পীর চরমোনাই (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে ‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর চরমোনাই রহ. এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হুমায়ূন রশিদ চত্ত্বর জামেয়া ক্বারিমিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায় এর বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা এডভোকেট আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর সিলেট বিভাগীয় আমীর আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন, গোলাপগঞ্জ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা হিলাল আহমদ, শাহজালাল (রহ.) জামেয়া ইসলামিয়া ক্বারিমিয়া দারুল উলূম সিলেট এর প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সভাপতি মুফতি ফখরুদ্দিন, বামুক সেক্রেটারী আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি মো. ফয়জুল হাসান চৌধুরী, মহানগর সভাপতি মো. আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সহ সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হায়দার, দপ্তর সম্পাদক মাওলানা শরফ উদ্দিন খান, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন, প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মো. শাহিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাঈম আহমদ, আইন সম্পাদক বদরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ আহমদ মাহি, মানবাধিকার সম্পাদক আনোয়ার হোসেন, উপ সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ আনসারী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আরাফাত প্রমুখ।
‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর  চরমোনাই রহ. এর জীবন ও কর্ম শীর্ষক’ সভায় বক্তারা বলেন, মাওলানা সৈয়দ মোঃ ফজলুল করীম (পীর  চরমোনাই রহ.) আদর্শিক লড়াইয়ে উত্তীর্ণ ছিলেন। তিনি আল্লাহদ্রোহী শক্তির কাছে কখনো মাথা নত করেননি। প্রচলিত রাজনীতির পরিবর্তে আদর্শিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। তিনি শুধু গতানুগতিক পীর ছিলেন না, তিনি একজন আদর্শবাদী নেতাও ছিলেন।
বক্তারা বলেন, মানুষের আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি জাতীয় স্বার্থে তিনি রীতিমত রাজনীতিক ছিলেন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে শক্তভাবে ধারণ করে তিনি রাজনীতির একটি নির্মোহ ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। সত্য উচ্চারণে কখনও ক্ষমতা, কারাদন্ডের ভয় কিংবা পদ ও অর্থের প্রলোভনে প্রভাবিত হননি। মরহুম পীর  তাঁর বাবা মাওলানা এসহাক রহ. থেকে যে আধ্যাত্মিক দীক্ষা পেয়েছিলেন সাথে সাথে তাঁর আপোসহীন নেতৃত্ব জাতীয় পর্যায়ে তাঁকে অপরিহার্য করে তুলেছিল। দেশ ও জাতির যেকোনো সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
বক্তারা আরো বলেন, একজন মনিষীর জন্য যেসকল গুনাবলী প্রয়োজন, তাঁর মাঝে তা পূর্ণ মাত্রায় ছিল। পীর  একজন নির্মোহ রাজনীতিক ছিলেন এবং পীর হয়েও তিনি রাজনীতিতে এসে একটি ব্যতিক্রমী ধারা সৃষ্টি করে গেছেন। তাঁর জীবনের উপর যথেষ্ট গবেষণা হওয়া দরকার এবং বিভিন্ন ভাষায় তাঁর জীবনী রচিত হওয়া উচিত। পীর  চরমোনাই (রহ.) উলামায়ে দেওবন্দের প্রকৃত অনুসারী ছিলেন। শিক্ষা, জিহাদ, আধ্যাত্মিকতা ও দাওয়াতের ময়দানে যুগপৎ খেদমত আঞ্জাম দেয়া ব্যক্তি বিরল। মুসলিম উম্মাহর সংগ্রামী সাধকদের আদর্শ তাঁর মাঝে প্রতিফলিত হয়েছিল। মরহুম পীর চরমোনাই ঐক্যকেন্দ্রিক একটি শক্তিশালী প্লাটফরম তৈরি লক্ষ্যে তৎকালীণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মুসলিম উম্মাহর জন্য তা অনুসরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরো বলেন, দেশ আজ চতুর্মূখী সংকটের মুখোমুখী। দুর্নীতি, ধর্ষণ, ব্যাংক লুটসহ দেশ এখন সর্বহারা হবার পথে। দেশে এখন নারকীয় তান্ডব চলছে। রাজধানীর বিভিন্ন কার্যকলাপ জাহেলী যুগকেও হারা মানাবে। এই সংকটাপন্ন অবস্থায় মরহুম পীর  চরমোনাইর আপোসহীন ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ ও জাতিকে রক্ষা করতে যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর