সিলেটে সনাক-টিআইবির উদ্যোগে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট এর অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

সিলেটে সনাক-টিআইবির উদ্যোগে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট এর অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত

জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরী সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দায়ী দেশসমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে তরুণদের অংশগ্রহণে “বৈশি^ক জলবায়ু ধর্মঘট” এর অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর ২০১৯ সকাল ১০.৩০টায় সাড়া দেশের ন্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য ও টিআইবি কর্মীগণসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধবৃন্দ অংশগ্রহণ করেছেন।

সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কার্যক্রমের শুরুতেই এ সংক্রান্ত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাহিরা আক্তার চৌধুরী তন্নী। মানববন্ধন চলাকালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য এ্যাডভোকেট মনির আহমদ চৌধুরী ও সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম। বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে উন্নত দেশগুলো এবং এর ভুক্তভোগী হচ্ছেন অনুন্নত দেশগুলো। তাই আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আর এ জন্য বড় ভূমিকা রাখতে হবে উন্নত দেশগুলোকে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর