সাংবাদিক মিসবাহ‘র পিতার ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাব‘র শোক

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৯

সাংবাদিক মিসবাহ‘র পিতার ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাব‘র শোক

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাব’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও  দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ এর পিতা কাজিটুলা জামে মসজিদের সাবেক সেক্রেটারি ও বর্তমান উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবী জনাব নুর উদ্দিন আহমদ (৭০) আর নেই।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষনিক তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুমের মরদেহ উত্তর কাজিটুলা অন্তরঙ্গ ৪৪ নং নিজ বাসায় নেওয়া হয়েছে। আজ বাদ মাগরিব উত্তরকাজিটুলা জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের উপস্থিত ও দোয়া কামনা করা হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক: সিলেট জেলা প্রেসক্লাব’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও  দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ‘র পিতা জনাব নুর উদ্দিন আহমদ (৭০) এর মৃত্যুতে শোক শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর