ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯
‘মুক্তির উল্লাসে যুক্তির উচ্ছ্বাসে মুখরিত হোক আউলিয়ার পূণ্যভূমি।’ স্লোগানে শাহজালালের পূণ্যভূমি সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামে আগামী ৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৯’।
উক্ত বিতর্ক উৎসবে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের ছাত্র- ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ প্রায় সহস্রাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন এনডি এফ বিডির চেয়ারম্যান একেএম শোয়েব ও কো চেয়ারম্যান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও বিতর্ক উৎসবের আহবায়ক মোহাম্মদ খলিলুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকন্জি, উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host