কুলাউড়ায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপনে শিক্ষকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

কুলাউড়ায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপনে শিক্ষকদের সাথে মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি : “মমতা বিহীন কাল স্রোতে বাঙলার রাষ্ট্রসীমা হোতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি” বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণে কুলাউড়ায় আগমন উপলক্ষে শিক্ষকবৃন্দের সাথে শত বছর পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা হয়েছে । মঙ্গলবার রাত ৮ঘটিকায় কুলাউড়া প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

.
কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্জ্য (সজল) এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব, কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এটি এম মান্নান, কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌড়া দে, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউড় রহমান, ইউসুফগণী কলেজের অধ্যক্ষ শাহ্ আলম সরকার, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ সি এম জয়নাল আবেদিন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, বশিরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালিক, প্রমুখ।

.
এছাড়া ও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক শফিক মিয়া আফিয়ান, সংগঠক ও সাংস্কৃতিক কর্মী গোলাম মোস্তফা পাবেল, রাউৎগাও ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এনামুল আলম, সংগঠক শামীম আহমদ।
এ বিষয়ে উদযাপন পরিষদের সদস্য সচিব উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান জানান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের ঐতিহাসিক মুহূর্তকে স্মৃতিচারণ ও বর্তমান প্রজম্মকে জানানোর জন্য দিনটিতে স্বরণীয় করে রাখতে সর্ব মহলের সহযোগিতায় সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন থাকবে।

.
তিনি আরও জানান সিলেটের রতœগর্ভ সাবেক সফল অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি ও বিশিষ্ট কন্ঠ শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বণ্যা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌড়া দে এর মেয়ে রিয়া দে, নীলফামারী মেডিক্যাল কলেজে সুযোগ পাওয়ায় সকলের কাছে দোয়া চেয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।
উল্লেখ্য, এর আগে ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. আব্দুর রউফকে আহ্বায়ক ও কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে সদস্য সচিব করে শত বছর পূর্তি উদযাপন পরিষদ গঠন করা হয়।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন ও পরের দিন সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর