ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯
সংযুক্ত আরব-আমিরাত প্রতিনিধি : সরকার প্রবাসীদের সার্থ রক্ষায় প্রবাসীদের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতের স্থগিত হওয়া ভিসা পুনরায় চালু করার জন্য আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তিনি দুবাই প্রবাসী বৃহত্তর সিলেট ও গোয়াইনঘাট,জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের জনগনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন,
সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে সবাইকে চলতে হবে, এতে দেশে ভাবমূর্তিও উজ্জল করা সম্ভব। তিনি প্রবাসীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, কিছু দিনের ভিতরে সংযুক্ত আরব আমিরাত থেকে এন,আই,ডি,কার্ডের কাজ শুরু হবে, আপনারা এখানে বসেই আই,ডি,কার্ড বানাতে পারবেন।
.
দেরা দুবাই রেডিসন ব্লু হোটেল কন্ফারেন্স রুমে,দুবাই আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী সিলেটী কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এম,পি। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান, প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাননীয় সহকারী সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান,সম্মানীত কাউন্সিলর শ্রম মিসেস ফাতেমা জাহান,সম্মানীত প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মিসেস নুর-ই-মাহবুবা জয়া,সম্মানীত প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন,দ্বিতীয় সচিব জনাব মোজাফফর আহমদ ।
বক্তব্য রাখেন যথাক্রমে- মাষ্টার আজিম উদ্দিন,মোঃ নজরুল ইসলাম,জহির উদ্দিন,কাছা উদ্দীন কাছা, রহমত আলী শোয়েব,মোঃ রফিক আহমেদ,মোহাম্মদ নুর হোসেন,এম বদরুল হোসেন সিদ্দীক,এম,আবুল হাসনাত,রহিম উদ্দিন,কলিম উদ্দিন, ইমরান আহমদ, জালাল উদ্দীন, নাজির আহমদ।
.
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আপ্তাব উদ্দীন,আসফাক আহমদ হেলাল,শাহাব উদ্দীন,জনাব নুরুল হুদা,কামাল উদ্দিন,জামাল উদ্দিন,মুছা আল আকবর, মোঃ বদরুল ইসলাম,আব্বাস উদ্দিন,মোয়াজ্জেম হোসেন,শফিকুর রহমান,দেলোয়ার হোসেন,আক্তারুজ্জামান,শাহনুর আহমদ,শামীম প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host