ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে ১৯ মাস বয়সের এক শিশু কন্যা। তার নাম মাইসা আক্তার (১৯ মাস)। সে ছাতকছড়া গ্রামের মঈন উদ্দীনের মেয়ে। রোববার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে।
.
গ্রামবাসী সূত্রে জানা যায়, মঈন উদ্দীনের বসত ঘরের পিছনের দরজার সাথে পুকুর ছিল। তার মা পুকর ঘাটে কাপড় ধৌত করছিলেন। এসময় শিশু মাইসা বসত ঘর থেকে বের হয়ে গিয়ে পুকুৃরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে পুকুর থেকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক শিশুকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবীর বলেন, শিশুটিকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host