ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: সন্ত্রাস, জঙ্গীবাদ, গুজব ও সামাজিক ব্যাধি প্রতিরোধের জন্য আলেম, ওলামা এবং ইমামগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সমাজের অপরাধ নিয়ন্ত্রণে ইমামদের জোরালো ভূমিকা রাখতে হবে। সেই লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গিবাদ, গুজব ও সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, মউশিক শিক্ষক ও ইমামদের সাথে এক সচেনতামূলক সভায় এসব ব্যাধির বিরুদ্ধে বয়ান দিতে ইমামদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় তিন শত মউশিক শিক্ষক ও ইমামদের নিয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনকল্পে ইমামদেরকে ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা রাখার উদাত্ত আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশকে রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের। বাংলাদেশে জঙ্গিবাদ, গুজব ও সামাজিক ব্যাধি প্রতিরোধে আলেমসমাজ ও মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে আইনশৃঙ্খলার নানা বিষয়ে সচেতনতা এবং সহযোগিতায় ইমামদের সাথে সেতুবন্ধন তৈরী করতে হবে।
তিনি আরো বলেন, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ যখন সামনের দিকে অবিরাম এগিয়ে যাচ্ছে ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। এসময় প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
অনুষ্টানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন, বিশেষ নির্দেশনা মসজিদের ইমামদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে খুব সহজেই তোলে ধরা যায়। ইমামরা ছাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। প্রশাসনের সাথে থেকে সবধরণের অপরাধ দমনে ইমামদের এগিয়ে আসতে হবে। ফেসবুকে গুজব ছড়ানো সম্পর্কে মসজিদের ইমামদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। জঙ্গি তৎপরতার হুমকি মোকাবেলায় মসজিদের ইমামদের জঙ্গীবাদ ও সামাজিক ব্যাধি বিরোধী বয়ান দিতে পরামর্শ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, কুলাউড়া থানার এসআই মো. দিদার উল্ল্যাহ, কুলাউড়া ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আপ্তাব উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা শামছুল ইসলাম প্রমুখ।
ইমামরা তাদের বক্তব্যে বলেন, দেশে যখনই কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখনই ইমাররা তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তুু ইমামরা মূল্যায়িত হননা। মসজিদে জুম্মার নামাজে খুতবায় বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কথা বলি। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মসজিদে জুম্মার খুতবায় গুরুত্বপূর্ণ বয়ান দিয়ে যাচ্ছি। ইসলামের শত্রুরা এই সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমাদের মধ্যে অনেকে আছেন, যারা ইমামের লেবাছ গায়ে লাগিয়ে বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন তাদের এই সমাজ থেকে চিহ্নিত করে নির্মূল করতে হবে। প্রতিটি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সরকারি বেতনভাতা নিশ্চিত করতে সরকারকে কার্যত উদ্যোগ গ্রহণ করতে হবে। ইমামরা আরো বলেন, সম্প্রতি ভোলায় আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে যে কটুক্তি করা হয়েছে তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল অপরাধ নির্মুলে প্রশাসনকে সচেতন হয়ে কাজ করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের জীবন বাজি রেখে দেশের কল্যাণে কাজ করে যাবো। ইমামদের নিয়ে মতবিনিময় সভায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালানা করেন কুলাউড়া কোর্ট মসজিদের খতিব মাওলানা আহসান উদ্দিন। এসময় অনুষ্ঠানে উপজেলার আলেম সমাজ, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host