ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শহরের ষ্টেশন রোডের আশপাশের দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে ষ্টেশন রোডে অবস্থিত মা মনি ড্রাগসকে ৩ হাজার টাকা ও ইষ্টার্ণ শপিং সেন্টারে অবস্থিত নূর ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিদিষ্ট তাপমাত্রায় নির্ধারিত ঔষধসমূহ রাখার বাধ্যবাধকতা থাকলেও বিদ্যুতের লাইন বন্ধ রেখে ফ্রিজে ঔষধের মান নষ্ট করা মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এসকল জরিমানা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host