ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
রমজান আলী, কমলগঞ্জ : ১৯ বছরেও এমপিওভুক্ত হয়নি মৌলভীবাজারের কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। নারী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এ শিক্ষা প্রতিষ্ঠানটি ফলাফলে ইতিমধ্যে জেলার মধ্যে সুনাম বয়ে আনলেও এ বিদ্যাপীঠ এমপিওভুক্ত না হওয়ায় মানসিকভাবে হতাশ হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এ উপজেলায় নৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ ২০০০ সালে প্রতিষ্ঠার পর উচ্চতর নারী শিক্ষায় এ অঞ্চলে ঝড়েপড়া অবহেলিত জনগোষ্ঠির লেখাপড়ার সুযোগ সৃস্টি হয়। যা বিগত ১৯ বছরের এই প্রতিষ্ঠান নারীশিক্ষার ক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা মাইল ফলক হয়ে এ অঞ্চলের নারী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। কলেজটিকে ঘিরে দরিদ্র জনগোষ্ঠির সন্তানেরা উচ্চতর শিক্ষার সুযোগ পেয়েছে জেলার শিক্ষার অগ্রগতির ইতিহাসে এর অবদান অগ্রগণ্য।
.
কমলগঞ্জ-আদমপুর সড়কে পৌর এলাকার আলেপুর গ্রামে সড়কের পাশে ১.২২ একর জায়গার উপর ২০০০ সালে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি তাঁর পিতা মরহুম আব্দুল গফুর চৌধুরীর নামে এই মহিলা কলেজটি প্রতিষ্টা করেন। কলেজের অধ্যক্ষ, ১৬ জন প্রভাষক ও ৫ জন কর্মচারী দীর্ঘ ১৯ বছর যাবৎ নামমাত্র সম্মানীতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অধ্যয়নরত। নিবির পরিবেশে হড়ে তুলা এ কলেজটি বছরের পর বছর মেধাবী শিক্ষার্থী তৈরি করলেও রহস্যজনক কারণে দীর্ঘ ১৯ বছরেও এ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি।
.
এদিকে গত ১১ বছর ধরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজী মুজিব কোন প্রকার আর্থিক সহায়তা না করায় প্রতিষ্ঠানে কর্মরত ২২জন শিক্ষক-কর্মচারীরা চরম দুর্ভোগে আছেন। তারপরও তারা নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান এর পাশাপাশি বার্ষিক ফলাফলে সাফল্য ধরে রেখেছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তে হতে যেসব শর্তাবলী তার প্রতিটি শর্তই সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করা হলেও সর্বশেষ গত ২৩ অক্টোবর সরকার ঘোষিত এমপিওভুক্তির তালিকায় নেই ২০০৪ সালের জেলার ম্রেষ্ট কলেজ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটি। এতে চরম হতাশা ব্যক্ত করছেন এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজটিকে দ্রুত এমপিওভূক্ত করার দাবী জানিয়ে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
.
কলেজের প্রভাষক শর্মিলা সিনহা বলেন, ‘এমপিভুক্তির আশায় দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে শিক্ষক কর্মচারীরা নামমাত্র সম্মানীতে পরিশ্রম করে যাচ্ছেন। সর্বশেষ গত বুধবার (২৩ অক্টোবর) এই কলেজটি সকল যোগ্যতা অর্জন করার পরও এমপিভুক্ত না হওয়ায় এলাকাবাসীর সাথে শিক্ষক-শিক্ষার্থীরা হতাশ। কলেজটি এমপিওভূক্ত না হওয়ায় আর্থিক অভাব-অনটনের কারণে সামজের সর্বোচ্চ শিক্ষিত হয়েও শিক্ষকরা সামাজিক মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারছেন না।
জানা গেছে, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি ফলাফলের ক্ষেত্রে ভাল ফলাফল অর্জন করেছে এবং প্রায় দুই হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ লাভ করেছে। ২০০৩ সালে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করে ও ২০০৪ সালে কলেজটি জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে কৃতিত্ব অর্জন করে এবং ২০০৪ সাল থেকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু-০২ হিসেবে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই কলেজের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে সহ-পাঠক্রম কার্যক্রম সহ সরকারী বিভিন্ন কর্মসুচীতে সক্রিয় অংশগ্রহণ করে সুনাম অর্জন করে। প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ছাত্রীরা ঐতিহ্যগতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আছে। বর্তমান সরকারের ঘোষিত নীতিমালা অনুসারে কলেজটি পরিপূর্ণ থাকা সত্ত্বেও নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়াতে ছাত্রী, শিক্ষক, কর্মচারী, অভিভাকদের ভবিষ্যত গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছে। প্রতিষ্ঠানটি যথাশীঘ্রই এমপিওভুক্ত করা হলে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি যেমন বাড়বে, তেমনি বাংলাদেশে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নারীশিক্ষার ক্ষেত্রে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে অভিজ্ঞ মহল আশাবাদী।
আলাপকালে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতিসম্প্রতি এমপিওভুক্তির তালিকায় এই কলেজের নাম না থাকায় আমরা চরম হতাশায় আছি। দ্রুত কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটিকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি তিনি জোর দাবী জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host