ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে গুরুতর আহত ফজলু মিয়া (৫৫) এখন অংগহানীর আশংকায় সময় কাটছে। এ ঘটনায় মামলার পর আসামীদের শাস্তি হবে, এই আশায় ছিলেন তার পরিবারসহ স্বজনরা। কিন্তু উল্টো এখন নতুন করে হামলার আতংকে আছেন সবাই।
জানা গেছে- গত ১৫ সেপ্টেম্বর শমসেরগঞ্জ বাজারস্থ সুমনের দোকানের সামনে আসা মাত্র এলোপাতারী হামলা চালায় একই এলাকার লেখন মিয়া (৩৫), মোজাম্মিল হক (২৬), ফেনু মিয়া (২৭)সহ অজ্ঞাতনামা ২/৩জন লোক। এ হামলায় রক্তাক্ত জখম হন ফজলু।
.
এ সময় স্থানীয় লোকজনদের সহযোগীতায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় গুরুতর আহত ফজলু মিয়ার ভাংগনা মোঃ লিটন মিয়া বাদী হয়ে লেখন মিয়া, মোজাম্মিল হক, ফেনু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host