কমলগঞ্জে আ’লা হযরত কনফারেন্স ও অভিষেক

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

কমলগঞ্জে আ’লা হযরত কনফারেন্স ও অভিষেক

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে চতুদর্শ শতাব্দির আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে বেরলভী (রহ:)এর ১০১ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স ও সুন্নী ইমাম উলামা পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুন্নী ইমাম উলামা পরিষদের আয়োজনে শমশেরনগর চৌমুহনাস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠান হয়েছে।

.

বড়চেগ সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা শেখ তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মুকিদ এর পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক হাফেজ মোশাইদ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা শেখ সিরাজুল ইসলাম আলকাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুহিত হাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. দুরুদ আলী। এসময় উপস্থিত ছিলেন মাও: হাফেজ আব্দুল্লাহ, লিয়াকত আলী, মাও: নূর উদ্দিন আহমদ, মাও: বদরুল আলম বিল্লাল, কাজী জুবায়ের আহমদ, মাও: কামরুল ইসলাম, মাও: দেলোয়ার হোসেন, হাফেজ আব্দুল কুদ্দুছ প্রমুখ।

.
মহানবী (স.) কে কথিত ‘কটূক্তি’র জের ধরে ভোলায় তৌহিদি জনতার ব্যানারে ডাকা বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলায় চারজন নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক দাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ করেন আ’লা হযরত কনফারেন্সের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর